জয়পুরহাট: হরতাল-অবরোধে নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল কাইয়ুমকে (৫০) আটক করেছে পুলিশ।
রোববার (২২ মার্চ) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
আটক জামায়াত নেতা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জামায়াত নেতা আব্দুল কাইয়ুমকে থানা হাজতে রাখা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দিনের যে কোনো সময় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হতে পারে বলে জানান ওই এএসআই।
বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫