গাজীপুর: জেলার শ্রীপুর পৌর এলাকায় একটি বাড়ির উঠান থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর থানা পুলিশ বস্তু দু’টি উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকার ইমান আলীর বাড়ির উঠানে সকালে লালটেপ দিয়ে পেঁচানো দু’টি জুসের বোতল দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা আতঙ্কিত হয়ে পুলিশে
খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুগুলো উদ্ধার করে।
উদ্ধার বস্তু দু’টি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫