ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
মঙ্গলবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা: ‘নিখোঁজ’ নেতাকর্মীদের সন্ধান ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবিতে মঙ্গলবার (২৪ মার্চ) দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ছাত্রদল।

সোমবার (২৩ মার্চ) বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।



বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুম এ সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। সরকার গোটা দেশকেই যেন কারাগারে পরিণত করেছে।

তারা বলেন, এই ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে এবং চলমান আন্দোলন সফল করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথের সংগ্রাম বেগবান করতে হবে।

ছাত্রদল নেতারা অবিলম্বে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা হোসাইন কালাচাঁন, ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতা মিরাজুল ইসলামসহ সকল নেতকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।