ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ডিসিসি নির্বাচন

মনোনয়নপত্র নিলেন জাপার মিলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
মনোনয়নপত্র নিলেন জাপার মিলন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র তুলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন।

সোমবার (২৩ মার্চ) বেলা পৌনে একটায় মহানগর নাট্যমঞ্চের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র ক্রয় করেন।



একই সঙ্গে জাতীয় পার্টির সমর্থন নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সব ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র কেনেন।

আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ১ ও ২ এপ্রিল। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।