ঢাকা: সিটি নির্বাচনের যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে তাদেরকে ‘নির্বাচনের দিন পর্যন্ত আগাম জামিন দিতে’ আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে তিনি এ আবেদন জানান।
পরে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, কিছু সময় ধরে হাইকোর্ট আগাম জামিন দিচ্ছেন না। আমরা আদালতে বলেছি, যারা সিটি করপোরশেন নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বিঘ্নে প্রচারণার জন্য অন্তত নির্বাচনের দিন পর্যন্ত যেন আগাম জামিন দেওয়া হয়।
তিনি বলেন, প্রধান বিচারপতির সংবর্ধনায় বলা হয়েছে, যথাযথ মামলায় আগাম জামিন দেওয়া হবে। এখন আমি আদালতে বলেছি, আপনারা আবেদন গ্রহণ করুন। যেগুলো জামিনযোগ্য/যথাযোগ্য সেগুলোর শুনানি করুন।
এরপর আদালত বলেছেন, তফসিলের আগের কোনো মামলা তারা শুনবেন না। যদি তফসিলের পরের কোনো মামলা হয় সেগুলো শুনবেন।
এদিকে মঙ্গলবার এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস তিন মামলায় জামিনের আবেদন জানিয়েছেন বলে তার আইনজীবীর সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
ইএস/এএসআর