ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা না চাইলেও নেতারা সিটি নির্বাচনে অংশ নেবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
খালেদা না চাইলেও নেতারা সিটি নির্বাচনে অংশ নেবেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

ঢাকা: খালেদা জিয়া না চাইলেও বিএনপি নেতারা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে’ আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক সিনিয়র নেতা রয়েছেন, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারাকে সমর্থন করেন না। তারা নির্বাচন করতে চান।

খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিলেও বিএনপির সিনিয়র নেতারা অংশ নেবেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, এ সরকারের অধীনে আগেও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানে বিএনপিসহ অন্যান্য দল অংশগ্রহণ করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। যে কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

হাছান মাহমুদ বলেন, খালেদা এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেত্রী। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি  বিএনপির নেতাদের কারাদণ্ড দিয়ে তা প্রমাণ করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫ ইং

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।