ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সংঘাত-গণতন্ত্র সহাবস্থানে থাকতে পারে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
সংঘাত-গণতন্ত্র সহাবস্থানে থাকতে পারে না

সিলেট: সংঘাত আর গণতন্ত্র সহাবস্থানে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে সুনামগঞ্জের দিরাই মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

সুরঞ্জিত বলেন, সন্ত্রাসী কমর্কাণ্ড চালিয়ে গণতন্ত্রকে পরাজিত করা যাবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা গণতন্ত্রের সহাবস্থান হতে পারে না।

যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, এটা জামায়াতের ইস্যু। যুদ্ধাপরাধের বিচার ইস্যু থেকে বিএনপিকে সরে আসলেই হয়। এখান থেকে বেরিয়ে এসে তারা জাতির কাছে ক্ষমা চাইবেন। নির্বাচন, গণতন্ত্র ও শান্তির প্রহরায় তারা এগিয়ে আসবেন।

তিনি বলেন, পরীক্ষাও ছাড় পায়নি হরতাল-অবরোধ থেকে। কিছু মৌলিক ক্ষতি রয়েছে, যেগুলো দলমতের ঊর্ধ্বে।  

সংঘাতের রাজনীতি পরিহার করে সম্প্রতির রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করে সুরঞ্জিত বলেন, গণতন্ত্রিক রাজনীতিতে এ সমস্ত সামাজিক অনুষ্ঠান সাহায্য করবে। যে কারণে হাসনরাজা, বাউল আব্দুল করিম ও পন্ডিত রামকানাইর দেশ খ্যাত ভাটিবাংলা দিরাই মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষপূর্তি অনুষ্ঠান পালনে উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস সরকার, প্রভাকর চৌধুরী, দিরাই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের চেয়ারম্যান আল আজাদ, সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি সামসুশ ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।