ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরগঞ্জে যুবলীগের নতুন আহ্বায়ক নিয়ে বিরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
ঈশ্বরগঞ্জে যুবলীগের নতুন আহ্বায়ক নিয়ে বিরোধ

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারের শ্যালক মতিউর রহমান মতিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক করায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় মতিউর রহমান মতিকে উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক ঘোষণার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

স্থানীয়রা ও দলীয় সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারের শ্যালক মতিউর রহমান মতিকে উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক হিসেবে কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয়। এমন খবর রোববার সন্ধ্যার পর ছড়িয়ে পড়ে। রাতে এ খবরের সত্যতার পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত উপজেলা যুবলীগের সভাপতি সাফায়েত হোসেন ভূইয়া ও আব্দুস সালামের পক্ষের নেতা-কর্মীরা একত্রিত হয়ে উপজেলা ডাকবাংলো রোড এলাকায় নতুন ঘোষিত কমিটির আহ্বায়ক পক্ষের সমর্থকদের ধাওয়া করে।

পরে দু’পক্ষের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে উপজেলা যুবলীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি সাফায়েত হোসেন ভূইয়া অভিযোগ করে বলেন, মোটা অর্থের টাকার বিনিময়ে সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারের শ্যালক মতিউর রহমান মতিকে উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক হিসেবে কেন্দ্র থেকে বানিয়ে আনা হয়েছে।

জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান দাবি করেন, দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। কোনো ধাওয়া পাল্টা-ধাওয়া ঘটেনি। ৩ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।