ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলন-সিটি নির্বাচন একই সূত্রে গাঁথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
আন্দোলন-সিটি নির্বাচন একই সূত্রে গাঁথা ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আর সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের অংশ নেওয়া, একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন  জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম।

সোমবার (২৩ মার্চ) বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মোহাম্মদ ইব্রাহীম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে বর্তমান সরকার একটি কালো আইন প্রণয়ন করেছে। এর মাধ্যমে গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে গণতন্ত্র।

বর্তমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন করতে শক্তি লাগে। কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় কর্মী বাহিনী লাগে। সব শেষে লাগে বুদ্ধি। বুদ্ধির বিচারে আমরা বারবার হেরে যাচ্ছি।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি গণতন্ত্রের জন্য। কিন্তু বর্তমান সরকার গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সিটি নির্বাচনে বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্বাচন উপযোগী সব সুবিধা নিশ্চিত করতে হবে।

সালাউদ্দিনের সন্ধান নিশ্চিত করে অক্ষত অবস্থায় তাকে পরিবারের হাতে ত‍ুলে দেওয়া সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

সভায় সংগঠনের সভাপতি ডা. আজিজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল সালাম,যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।