ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় শনিবার (২১ মার্চ) রাতে ট্রাকে পেট্রোল বোমা হামলায় ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালম বাদী হয়ে সন্ত্রাস নির্মূল আইনে মামলাটি দায়ের করেন।



মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত হিসেবে আরো ৩০ জনকে আসামি করা হয়েছে।  

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার মঘির ঢাল এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় নয় জন দগ্ধ হয়। এদের মধ্যে রোববার পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। বাকি ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।