ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁয়ে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে রির্টানিং কর্মকর্তা শাহ আলমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন, সংসদ সদস্য রহমত উল্লাহ, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, আনিসুল হকের স্ত্রী, কন্যা ও পুত্র।
ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারও নির্বাচন করতে চাচ্ছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এটি তার নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি দলের পক্ষ থেকে সমর্থন পেয়েছি বলেই মনোনয়নপত্র সংগ্রহ করলাম।
বাংলাদেশ সময়: ১৬১৫ মার্চ ২৩, ২০১৫