ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে এনডিএফ’র প্রার্থী ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
সিটি নির্বাচনে এনডিএফ’র প্রার্থী ঘোষণা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

সোমবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।



ঢাকা দক্ষিণে বাবুল সর্দার চাখারী, ঢাকা উত্তরে মোয়াজ্জেম হোসেন খান মজলিম এবং চট্টগ্রামে আবুল মঞ্জুরকে মেয়র প্রার্থী হিসেবে এনডিএফ’র পক্ষ থেকে নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে এনডিএফ’র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেন, গণতন্ত্রের পূর্বশর্ত প্রভাবমুক্ত নির্বাচন। রাজনৈতিক প্রভাবের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে দেশে অশুভ ও অনাকাঙ্ক্ষিত শক্তির উদ্ভব ঘটবে। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই প্রত্যাশা।

নির্বাচন সুষ্ঠ‍ু করতে নির্বাচন কমিশনের কাছে সেনা মোতায়েনের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দাবিও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।