সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে মারপিটের মামলায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, পৌর কাউন্সিলর ও উপজেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (দিরাই জোন) এ হাজির হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোবায়েত ফেরদৌস তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হলেন- দিরাই উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম(৩৫), উপজেলা বিএনপি নেতা ও দিরাই পৌর কাউন্সিলর মিজানুর রহমান(৪৭), দিরাই পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক ছাব্বির মিয়া(৩৫), সহ-সাংগঠনিক সম্পাদক মকসদ মিয়া(৩৬), দিরাই উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহআলম(২৫), সাধারণ সম্পাদক জুনেদ আহমদ(২৫), জগদল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম(৩৫), ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান তালুকদার(৩৭) ও আব্দুর বাতির মোল্লা(৩৫)।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫।