ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আইনজীবীর মাধ্যমে পিন্টুর মনোনয়ন সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
আইনজীবীর মাধ্যমে পিন্টুর মনোনয়ন সংগ্রহ নাসির উদ্দিন আহমেদ পিন্টু

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের জন্য ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে তার আইনজীবী রফিকুল হক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রির্টানিং অফিসারের কার্যালয় মহানগর নাট্যমঞ্চে এসে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দক্ষিণ সিটি করপোরেশনের রির্টানিং কর্মকর্তা মীর সারোয়ার মরশেদ এ মনোনয়নপত্র দেন।

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু বর্তমানে কারাগারে রয়েছেন। আর তার পক্ষে আইনজীবী ‘নাসির উদ্দিন আহমেদ’ নামে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।