ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের জন্য ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে তার আইনজীবী রফিকুল হক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রির্টানিং অফিসারের কার্যালয় মহানগর নাট্যমঞ্চে এসে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু বর্তমানে কারাগারে রয়েছেন। আর তার পক্ষে আইনজীবী ‘নাসির উদ্দিন আহমেদ’ নামে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বাংলাদেশ সময়: ১৬৫১ মার্চ ২৩, ২০১৫