বরিশাল: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও বিভাগে হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।
সোমবার (২৩ মার্চ) বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহমেদ বাবলুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিকে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বানে ২৪ মার্চ (মঙ্গলবার) জেলা ও মহানগরের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হবে। পরদিন বুধবার বরিশাল বিভাগের সব জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
ছাত্রদল নেতা মাসুদ হাসান মামুনকে পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যোগাযোগ করা হলে বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহমেদ বাবলু।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫