ঢাকা: ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তি, গণগ্রেফতার, গুম-খুন বন্ধ, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান ও মুক্তির দাবিতে ঘোষিত হরতাল সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াত নেতাকর্মীরা।
সোমবার (২৩ মার্চ) ঢাকার বিভিন্ন জায়গায় তারা মিছিল, সমাবেশ ও পিকেটিং করে।
মিরপুরে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মুবারক হোসাইন বলেন, সংকট সমাধানে সংলাপ যেখানে অপরিহার্য সেখানে আওয়ামী লীগ সরকারের একগুঁয়েমি ও দম্ভেই বড় হচ্ছে লাশের মিছিল। প্রতিটি লাশের জন্য সরকারের কর্তাব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
হরতালের সমর্থনে সোমবার সকাল ৭টায় রাজধানীর মিরপুর বাংলা কলেজের সামনে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়। এছাড়া মিছিল হয়েছে ধানমন্ডিতে। রাজধানীর মতিঝিল, কাজলা, গেন্ডারিয়া, শাহজাহানপুরেও এদিন মিছিল নিয়ে বের হয় জামায়ত কর্মীরা। – প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সময়: ১৮২০ মার্চ ২৩, ২০১৫