ঢাকা: পুলিশের বাধায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢুকতে ব্যর্থ হলেন ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানে খালেদার কার্যালয়ের সামনে উপস্থিত হন ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট মো. মাজম আলী খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ।
এ সময় জাফরউল্লাহ সাংবাদিকদের বলেন, তারা কার্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এ সময় তাদের গ্রেফতারের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫