ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ট্যাক্সেস বারের সভাপতি-সম্পাদককে খালেদার কার্যালয়ে ঢুকতে বাধা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
ট্যাক্সেস বারের সভাপতি-সম্পাদককে খালেদার কার্যালয়ে ঢুকতে বাধা ছবি : জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশের বাধায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢুকতে ব্যর্থ হলেন ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানে খালেদার কার্যালয়ের সামনে উপস্থিত হন ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট মো. মাজম আলী খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ।

এ সময় কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে প্রহরারত পুলিশ সদস্যরা তাদের ঢুকতে বাধা দেন। কিছুক্ষণ অপেক্ষা করে তারা ওই স্থান ত্যাগ করেন।

এ সময় জাফরউল্লাহ সাংবাদিকদের বলেন, তারা কার্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এ সময় তাদের গ্রেফতারের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।