ঢাকা: ২০ দলের ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিসহ অন্যান্য বিভিন্ন দাবিতে আন্দোলন করছে ২০ দলীয় জোট। এরমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করতে সারাদেশে ২০দলের নেতা-কর্মীদের হত্যা, অপহরণ ও নির্যাতন করছে।
‘এরই ধারাবাহিকতায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ১৩ দিন আগে অপহরণ করা হয়েছে। নিখোঁজের পরিবার, সুশীল সমাজ ও জোটের আকুতিতেও এখনও পর্যন্ত তার সন্ধান দিচ্ছে না সরকার। এ ঘটনায় জাতি স্তম্ভিত ও হতবাক’- বলেন বরকত উল্লাহ বুলু।
২০১৪ সালের ৫ জানুয়ারি জোর করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে অভিযোগ করে তিনি আরও বলেন, ক্ষমতা যাতে হাতছাড়া না হয় সেজন্য রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগের মরণখেলায় মেতে উঠেছে সরকার।
‘দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। এরপর তাদের মৃতদেহ মিলছে রাস্তার ধারে, খালে-বিলে, ডোবা-নালায়। কোনো মরদেহের পরিচয়ও মিলছে না,’ অভিযোগ করেন বুলু।
তিনি বলেন, আশা করি- দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সংলাপের মাধ্যমে বর্তমান সংকটের সুষ্ঠু সমাধানে সরকার এগিয়ে আসবে। আর ২০ দলের ডাকা সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি করতে না পেরে ৫ জানুয়ারি বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেন খালেদা জিয়া।
অবরোধের পাশাপাশি ৫ জানুয়ারির পর থেকে সরকারি ছুটির দিন শুক্র-শনি বাদে সপ্তাহের অন্য কর্মদিবসগুলোতে হরতালও পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।
সহিংস এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন মানুষের প্রাণহানি ঘটেছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫