ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের রাজু ভাস্কর্যের সামনে হরতাল-অবরোধকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন।

আহতরা হলেন- গৃহবধূ রেহানা (৩০) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাবিয়ার হোসেন সাব্বির (২১)।



সোমবার (২৩) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

আহত রেহানার স্বামী রাফি বাংলানিউজকে বলেন, আমরা টিএসসি মোড়ে আইসক্রিম খাচ্ছিলাম। এ সময় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রেহানার পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়।

আহত সাব্বির জানান, ককটেল বিস্ফোরণে তার হাতে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

এদিকে এ ককটেল বিস্ফোরণের পর একটি টিভি চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যান ফুটেজ সংগ্রহ করতে গেলে ঢাবির ছাত্ররা তাদের জেরা করে।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফরাজী বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণের পর একটি বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যান ফুটেজ নিতে গেলে ঢাবি ছাত্রদের সন্দেহ হয়।

তারা ককটেল বিস্ফোরণের খবর আগে থেকে জানল কীভাবে- এই বলে ছাত্ররা তাদের জেরা করতে থাকে। পরে শাহবাগ থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।