বগুড়া: বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা যুবলীগ নেতা রঞ্জু প্রামাণিক ও শামীম হোসেন বুশ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পূর্বপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে ফরহাদ হোসেন ফুয়াদ (৩৫) ও ফুলতলা এলাকার আমিনুর রহমান শাহীনের ছেলে লিখন (২১)।
মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার পুরান বগুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
তাদের গ্রেফতার করতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আরিফুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েণ্দা পুলিশ পরিদর্শক (ওসি/ডিবি) আমিরুল ইসলাম, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুমন কাদেরীর সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল এ অভিযান চালায়।
আমিরুল ইসলাম ও আব্দুল মান্নান জানান, আসামিরা এবং নিহত ব্যক্তি প্রত্যেকেই আওয়ামী লীগ দলীয় এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, জমি দখল, চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বছর ৮ ফেব্রুয়ারি ফুলতলা এলাকার আমেরিকা বোর্ডিয়ের পাশে প্রতিপক্ষ সন্ত্রাসীদের উপুর্যপুরি ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় যুবলীগ নেতা রঞ্জু প্রামাণিক। এর আগে ২০১২ সালের ১৯ ডিসেম্বর রাতে বাড়ির পাশেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবলীগ নেতা শামীম হোসেন বুশকে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫