ঢাকা: সন্ত্রাসী নয়, সুস্থ রাজনীতিবিদদের নিয়ে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক বর্ধিত সভায় একাধিক মন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা এ কথা বলেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
সংগঠনের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, স্বতন্ত্র সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা চাই সবাই নির্বাচনে আসুক। বিএনপিকে বলবো, সন্ত্রাসীদের নিয়ে নয়, ভালো মানুষদের নিয়ে নির্বাচনে আসুন। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।
ডিসিসি নির্বাচনে আ’লীগের সমর্থন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৯ মার্চে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নেত্রী যাকে সমর্থন দেবেন, তার পক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। এর বাইরে কেউ নির্বাচন করলে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে না।
মায়া বলেন, মূল সমর্থন আসবে শেখ হাসিনার পক্ষ থেকে। তিনি সমর্থন দেবেন, আমরা কাজ করবো। এখানে কোনো ফাঁক-ফোকর নেই। আমরা যাদের কাউন্সিলর পদে নির্বাচনের সমর্থন দেব, তারা নিজের ভোট চাওয়ার আগে মেয়রের ভোট চাইবেন।
পরিচ্ছন্ন রাজনীতিবিদদের নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নেবে বিএনপি, এমন আশা প্রকাশ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে বিএনপি উদ্ভট শর্ত দিলে তা মানা সম্ভব হবে না। এটা হবে তাদের আরেকটা কূটকৌশল। এরও পরাজয় হবে। তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদদের নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নেবেন, আশা করি।
নির্বাচনে দলীয় প্রার্থী থাকবে কে? এমন প্রশ্নের জবাবে কামরুল বলেন, প্রার্থী এখনও চূড়ান্ত নয়। এ বিষয়ে নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মনোনয়নপত্র দাখিলের পর। আমরা সে অনুযায়ী কাজ করবো। তার বাইরে অনেক কথা থাকলেও আমাদের নেতা-কর্মীদের কোনো কথা থাকবে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করলে সেটা নিজ দায়িত্বে করবেন, আমরা তার দায় নেব না।
তিনি বলেন, সিটি নির্বাচন নির্দলীয়, এখানে কোনো প্রার্থীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যাকে সমর্থন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বশক্তি দিয়ে তাকে জয়ী করে আনবো। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর দেবো। আমাদের সব কাউন্সিলরকে পাশ করাতে পারবো, ইনশাআল্লাহ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫