কুষ্টিয়া: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
বিএনপির দাবি, ১৪ দিন আগে সালাহ উদ্দিন আহমেদকে অপহরণ করা হয়েছে।
এ ব্যাপারে হানিফ বলেন, কোনো ব্যক্তি যদি নিখোঁজ হন, তাকে খুঁজে বের করা সবার দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবার, তার সঙ্গে সংশ্লিষ্ট সবার দায়িত্ব তথ্য প্রমাণ দিয়ে সরকারকে সহায়তা করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে (সালাহ উদ্দিন আহমেদ) খুঁজে বের করার চেষ্টা করছে। কোথায় কি কারণে তিনি গেছেন তা শিগগিরই উদঘাটিত হবে।
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে বলেছেন, আমরা কোনো খুনির সঙ্গে সংলাপে বসতে রাজি না।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকার সংলাপের মাধ্যমে বর্তমান সংকট সমাধানে এগিয়ে আসবে বলে সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে হানিফ বলেন, কে কি আশা করে সেটা নিয়ে কিছু বলার নেই। মানুষ স্বপ্ন দেখে, কেউ বসে স্বপ্ন দেখে আবার কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখে।
হানিফ বলেন, সম্প্রতি আন্দোলনের নামে তারা যেভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, এ পর্যন্ত ১৩০ জন মানুষ নিহত হয়েছেন, এসব হত্যার দায়ভার যাদের ওপর, রক্তের দাগ যাদের হাতে, তাদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ সরকারের নেই। আমরা কোনো খুনির সঙ্গে সংলাপে বসতে রাজি না। এই মুহূর্তে সরকার এটি ভাবছে না।
সংলাপ নিয়ে হানিফ আরো বলেন, জনগণও এটি চায় না। জনগণ যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরেছে তাদের কঠোর শাস্তি চায়, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনজীবন বিপর্যস্ত করতে না পারে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫