ঢাকা: বিএনপিকে দ্বিধাদ্বন্দ্বে না থেকে ও বোমাবাজি বন্ধ করে সিটি নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া।
মঙ্গলবার ( ২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল)।
এ সময় নূরুল আম্বিয়া বিএনপি’র উদ্দেশ্যে বলেন, দ্বিধাদ্বন্দ্বে না থেকে, বোমাবাজি বন্ধ করে সিটি নির্বাচনে আসুন। সিটি নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণ বুঝবে আপনারা (বিএনপি) সন্ত্রাসের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসছেন ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বাংলাদেশের অগ্রযাত্রার তথ্যচিত্র তুলে ধরে বলেন, গত এক বছরে (২০১৪ সালে) বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে। এতো উন্নয়ন ২০১৪ সালে বিশ্বের কোনো দেশ করতে পারেনি।
তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে উপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এজন্য ১৪ দলের পক্ষ থেকে যাদের সমর্থন দেওয়া হবে, তাদের জন্য কাজ করার জন্য ১৪ দলের নেতাকর্মীদের মাঠে থাকতে তিনি আহ্বান জানান।
কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য কিছু অশুভ শক্তি এদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চাচ্ছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। কিন্তু বাংলার মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনায় বিশ্বাসী মানুষ তা কোনো দিন হতে দেবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবেই। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান খান বাবু, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য ধীরেন সিংহ, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট বীরেন সাহা, এম. গণি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫