ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার পতন আন্দোলনের স্টাইল পছন্দ করি না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
সরকার পতন আন্দোলনের স্টাইল পছন্দ করি না ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন

অবশ্যই হবে তবে বর্তমানে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনের স্টাইল আমরা পছন্দ করি না।

তিনি বলেন, আমরা বিকল্পধারার সংগঠন।

আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি।

রোববার (মার্চ ২৪)  জাতীয় প্রেসক্লাবে ভিআইপি হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োজিত ‘স্বাধীন সাংবাদিকতা, বিপন্ন মানবতা ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক সংকট সমাধানে আবারো সরকারকে সংলাপের আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, পৃথিবার অনেক অনেক বড় বড় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আপনারাও আলোচনায় বসুন, সমস্যা সমাধান হয়ে যাবে। হয় আলোচনায় বসুন নয় যুদ্ধ অনিবার্য।

তিনি বলেন, আলোচনায় না বসে কি দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন।

দায়িত্ববোধের রাজনীতি না হলে ক্ষমতা গ্রাস করে ফেলবে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, পৃথিবীতে কোন ক্ষমতাশালীই স্থায়ী ছিলেন না। আপনারাও থাকতে পারবেন না।

একটি অন্তবর্তী সরকার গঠন করে মধ্যবর্তী নির্বাচন দেয়ার রূপরেখা দিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, রাষ্ট্রপতির নেতৃত্বে একটি নির্বাচনকালীন সরকার গঠিত হবে। যার সদস্য হিসেবে থাকবেন পূর্বের সংসদ সদস্যদের মধ্য থেকে কয়েকজন। বর্তমান অগণতান্ত্রিক সংসদ সদস্য নয়।  

আগামী তিন চার মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি করে তিনি বলেন, আমরা একটি মধ্যবর্তী নির্বাচন চাই। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক সংকট থেকে বের হয়ে আসা সম্ভব হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি রুহুল আমীন গাজীসহ আরো অনেকে।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা,মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।