ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘দলের সমর্থন আমিই পামু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
‘দলের সমর্থন আমিই পামু’ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেছেন, যদি-মদি কিছু নাই, দলের সমর্থন আমিই পামু।
 
মঙ্গলবার (২৪ মার্চ) মহানগর নাট্যমঞ্চে ডিসিসি দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।


 
হাজী সেলিম বলেন, আমি সবসময় ঢাকাবাসীর সঙ্গে ছিলাম, আছি ও থাকবো। ঢাকাবাসী আমাকে কাউন্সিলর বানাইছিলেন, এমপি বানাইছেন। এখন তারা মেয়রও বানাইতে চান।

তফসিল ঘোষণার আগেই ডিসিসি উত্তরে আনিসুল হক ও দক্ষিণে মোহাম্মদ সাঈদ খোকনকে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাজী সেলিম বলেন, দলীয় সমর্থনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই।
 
শেষ পর্যন্ত দল যদি মনোনয়ন না দেয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আমাকেই সমর্থন দেবেন, কেন দেবেন না! ঢাকাবাসী আমাকে চায়।
 
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগ বিষয়ে তিনি বলেন, আমি জনগণের সেবা করি। মানুষ আমায় দেখলে সালাম দেয়, মুসাবা করে। এখন আচরণ বিধিতে কী বলা রয়েছে, সালাম দেওয়া যাবে না, মুসাবা করা যাবে না!
 
সাঈদ খোকন তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ এনেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি বলতেই পারেন, আমি আর কী বলবো! জনগণের সেবা করার উপরে কিছু নাই। আমি জনগণের সেবা করতাছি এবং করতে চাই।
 
এসময় তিনি বিএনপি’র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বলেন, দলটি অংশ না নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এছাড়া দল হিসেবেও বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আমিও বিএনপি’র সাথেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ২৪মার্চ, ২০১৫

** মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাঈদ খোকন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।