ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
সুনামগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা ও দিরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মকবুল আহসানের আদালত এবং দেড়টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোবায়েত ফেরদৌসের আদালত (দিরাই জোন) পৃথক দু’টি মামলায় এদের জামিনের নির্দেশ দেন।



দুই মামলার আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম ও অ্যাডভোকেট শেরেনূর আলী বিয়ষটি বাংলানিউজকে নিশ্চিত করেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনপ্রাপ্তরা হলেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান (৬৫), সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর আলী (৬০), সাবেক যুগ্ম সম্পাদক আবুল মনসুর মোহাম্মদ শওকত (৪৭)।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (দিরাই জোন) জামিনপ্রাপ্তরা হলেন, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম (৩৫), দিরাই পৌর কাউন্সিলর মিজানুর রহমান (৪৭), দিরাই পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ছাব্বির মিয়া (৩৫), সহ সাংগঠনিক সম্পাদক মকসদ মিয়া (৩৬), উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহ আলম (২৫), সাধারণ সম্পাদক জুনেদ আহমদ (২৫), জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (৩৫), ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান তালুকদার (৩৭), আব্দুর বাতির মোল্লা (৩৫), উপজেলা ২০ দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী, দিরাই পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান ও পৌর তরুণ দলের সভাপতি জুয়েল মিয়া।

গত (২২ মার্চ) রোববার মারধরের ঘটনায় মামলায় দিরাই উপজেলা বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মী সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (দিরাই জোন) হাজির হলে তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়।

এরআগে ২১ রাতে যৌথবাহিনীর অভিযানে আটক ৩ নেতাকে ওই মারধরের মামলায় গ্রেফতার দেখানো হয়।

এদিকে, গত ৫ জানুয়ারির সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী ও আবুল মনসুর মোহাম্মদ শওকতকে ২০ মার্চ গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫/আপেডট: ১৭১৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।