খুলনা: কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টায় খুলনা মহানগর ও জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রূপসার মোড়ে গিয়ে শেষ হয়।
খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদের সভাপতিত্বে পথসভায় বক্তারা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনসহ সব নেতাকর্মীকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মিছিলে অংশ নেন ছাত্রদল নেতা এইচ এম আসলাম, আব্দুল মান্নান মিস্ত্রি, জাবির আলী, মিজানুর রহমান বাবু, মফিজুল ইসলাম, মো. বেল্লাল হোসেন, মো. মাসুম বিল্লাহ, মো. জামাল হোসেন, আবু আল হাসান বাবু, এস এম সবুজ, মো. কামরুল ইসলাম, সুমন, আবির হাসান, আবু হানিফ, আরমান, মো. কালাম, সেলিম, সলেমান, রাসেল, আল আমিন, সোহাগ, বুলবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫