ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘সিটি নির্বাচন একটি মহা ষড়যন্ত্র’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
‘সিটি নির্বাচন একটি মহা ষড়যন্ত্র’ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার ঢাকা ও চট্টগাম সিটি করপোরেশন নির্বাচনের নামে আরেকটি মহা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।  

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের হল রুমে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন দিয়ে সরকার ষড়যন্ত্র করছিল। ওই সংকটের সমাধান না করে আবারও সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা করে আরেকটি মহা ষড়যন্ত্র করছে সরকার।

‘দেশ আজ মহা সংকটে। মানুষের জীবন মরণ সমস্যা। কেউ গুম হচ্ছে, কেউ অপহৃত হচ্ছে। এই ভয়ে সরকার বিরোধী মতাদর্শের লোকজন সাধারণ মানুষদের কাছে যেতে পারছেন না’ বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুব বলেন, বিএনপি নেতা-কর্মীদের শুধু খুন-গুমের ভয়ই নয়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। নির্বাচনের নামে কৌশলে আত্মগোপনে থাকা নেতারা বাইরে বের হলেই তাদের গ্রেফতারের ষড়যন্ত্র করছে সরকার।

তিনি বলেন, যে স্বাধীনতার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটি দেশের মানুষ পাচ্ছে না। তা থেকে বঞ্চিত হচ্ছে তারা।

‘মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র, মৌলিক অধিকার, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা এবং সুখী সমৃদ্ধ জীবন প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার এতদিন পরও সেই অধিকার ভোগ করতে পারছে না মানুষ’-যোগ করেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নি। বাংলাদেশের গণতন্ত্র আজ ভঙ্গুর। এখানে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। দেশের বর্তমান পরিস্থিতিতে অতি বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি।

সুখী সমৃদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, দেশে গণতন্ত্রের নামে শুধু স্বৈরতন্ত্রই নয়, দেশ ছেঁয়ে গেছে দুর্নীতি আর লুটপাটেও। তাই এই স্বৈরশাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল একটি অগণতান্ত্রিক ও বেআইনি। দেশের মানুষ জেনে গেছে কেন আন্দোলন চলছে। এ আন্দোলনে তাদের সতস্ফূর্ত সমর্থন রয়েছে। আন্দোলনে জনমনে আশারও সঞ্চার হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল হালিম ও শওকত মাহমুদ এবং সাংবাদিক নেতা রুহুল গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।