সাতক্ষীরা: নাশকতার পরিকল্পনা করার দায়ে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম সদর উপজেলার মহমুদপুর গ্রামের হারান মন্ডলের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গাঙনিয়া থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে, বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫