সিলেট: গুম হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ২টার দিকে নগরীর মিরাবাজার থেকে মিছিল বের হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন রায়হান। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, গুম, হত্যা, নৈরাজ্যের ইতিহাস বড়ই নির্মম। এর বিচার একদিন এদেশের মাটিতেই হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে নস্যাৎ করতেই সরকার ‘হত্যাযজ্ঞ’ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকে ‘গুম’ করে রাখা হয়েছে। নির্মম ‘হত্যাকাণ্ডের’ মাধ্যমে লাশের স্তুপে দাঁড়িয়েও প্রশাসনের রক্ত পিপাসা মিটছে না। শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকা ও বিএনপিকে ধ্বংসের জন্য তাদের হীন পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত।
সরকারের দানবীয় অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের তীব্র আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দীপক রায় ও ছাত্রদল নেতা লিটন কুমার দাস নান্টুর যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খাঁন জামাল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সাইদুল ইসলাম কাদির, আলতাব হোসেন বিলাল, রুজেল আহমদ চৌধুরী, মাহবুব হোসেন মিলন, আব্দুল হান্নান, রায়হাদ বকস রাক্কু, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, আব্দুল কাইয়ুম, দেওয়ান নিজাম খাঁন, মুহিবুর রহমান লিটন, তৌহিদুল ইসলাম আবু, আব্দুস সাত্তার, সাদিক শিকদার, মিসবাউল আম্বিয়া, আশরাফ উদ্দিন রাজিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫