ঢাকা: নিখোঁজ কাউকে খুঁজে আনা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে খুঁজে আনা প্রয়োজন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে বিএনপির 'নিখোঁজ' নেতা সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাত করতে আসেন বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের চট্টগ্রামের নেতারা।
তারা হলেন, ইঞ্জিনিয়ার পুলক কান্তি বড়ুয়া, সুশীল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, অপু বড়ুয়া ও রুবেল বড়ুয়া।
এ নেতারা বলেন, কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে আনা রাষ্ট্রের দায়িত্ব। আশা করি, রাষ্ট্র সে দায়িত্ব পালন করবে। তাকে না পাওয়া গেলে নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন।
সুশীল বড়ুয়া বলেন, সালাহউদ্দিন চট্টগ্রামে তার এলাকায় বৌদ্ধদের জন্য অনেক অনুদান দিয়েছেন। তিনি মানুষ হিসেবে অসাম্প্রদায়িক মননের ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, আমি স্বামীকে ফেরত চাই। আপনাদের সহযোগিতা চাই। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে গেছে এ বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলে আমার স্বামীকে ফেরত পাওয়া যাবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাই।
গত ১০ মার্চ থেকে সালাহউদ্দিন নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫