কুমিল্লা: কুমিল্লা-৭(বরুড়া) আসনের জাতীয় পার্টির(এরশাদ) সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলনকে কুমিল্লায় অবাঞ্চিত ঘোষণা করেছে কুমিল্লা জাপার একটি অংশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
দল ও দলের অঙ্গসংগঠনের জেলা, উপজেলা, মহানগর, পৌরসভাসহ বিভিন্ন কমিটি গঠনের লক্ষে জেলা সম্মেলনের নামে মনগড়া প্রস্তুতি কমিটি গঠন ও দলীয় অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা জাপা (এ) এ ঘোষণা দেয়।
কুমিল্লা জেলা জাতীয় পার্টির (এরশাদ) সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল কবির মোহন সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন-বরুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ড তথা জেলা জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তাই তাকে দল থেকে বহিষ্কারের দাবিসহ কুমিল্লা জেলায় তাকে এই মুহূর্ত থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
তিনি আরো বলেন, এখন থেকে নুরুল ইসলাম মিলনকে কুমিল্লার কোথাও কোনো সভা করতে দেওয়া হবে না। সভা বা দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির নেতা আলম, অ্যাডভোকেট খায়রুল এনাম পটু, যুব সংহতির সভাপতি মাহবুবুর রহমান ও ছাত্র সমাজের আহ্বায়ক ওমর ফারুক ভূঁইয়া সোহেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫