ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাজিতপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
বাজিতপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চাপাডাঙ্গা বিলে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে ১২টি বাড়িঘর।



মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার হালিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ফয়সাল (১৬) স্থানীয় মেরাজ মুন্না আলম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তাকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারিভাবে লিজ না নিয়ে দীর্ঘদিন ধরে চাপাডাঙ্গা বিল দখল করে মাছ ধরে আসছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলি) আসনের এমপি আফজাল হোসেনের শ্যালক ওমর ফারুক রাসেল। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন স্থানীয়দের পক্ষে গত বছরের ১৪ জুলাই হাইকোর্টে একটি রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ বিলে মাছ ধরার ওপর স্থগিতাদেশ দেন।

এ স্থগিতাদেশ অমান্য করে এ বছরের ১৯ মার্চ রাসেল লোকজন নিয়ে চাপাডাঙ্গা বিলে মাছ শিকার করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে রাসেল দলবল নিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন ও ১২টি বাড়িঘর ভাঙচুর করেন। এসময় আলমগীরের ভাতিজা ফয়সাল গুলিবিদ্ধ হয়। এসময় আলমগীরের সমর্থকদের সঙ্গে রাসেল পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হন আরো ১১ জন।

খবর পেয়ে পুলিশ নিয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শারজিল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

এদিকে, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বাংলানিউজকে জানান, হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে আলমগীর দুইবার চাপাডাঙ্গা বিলে মাছ ধরেছেন। এ ঘটনায় থানায় দু’টি মামলা রয়েছে।

মঙ্গলবারের সংঘর্ষে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুনেছি আজকের ঘটনায় একজন সামান্য আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।