ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাংবাদিকরা ছুটলেন মাহবুবের পেছনে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
সাংবাদিকরা ছুটলেন মাহবুবের পেছনে লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনায় সভায় সাংবাদিকদের আচরণ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হল রুমে ওই আলোচনা সভার সভাপতি ছিলেন তিনি।

আর প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।  

আরো ছিলেন-গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল হালিম ও শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল গাজী প্রমুখ।

জেনারেল মাহবুব তার বক্তব্য শেষ করে অনুষ্ঠান স্থল ত্যাগ করলে দুই টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিক মাইক্রোফোন হাতে তার পিছু নেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্য রাখছিলেন। কিন্তু দুই সাংবাদিক বেরিয়ে যাওয়ার প্রভাব পড়ে অন্যান্য সাংবাদিকদের ওপর।   তারাও মাইক্রোফোন ও ক্যামেরা হাতে তাদের পেছনে ছুটে যান। এতে অনুষ্ঠানস্থলে হট্টগোল সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আলোচনা বানচাল করতেই অনুষ্ঠান চলাকালে মাইক্রোফোন নিয়ে ছুটোছুটি করা হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।

‘এতো টকশো ও নানা অনুষ্ঠানের পরও একটি দলের প্রধান অনুষ্ঠান বানচাল করতে এ ধরনের কর্মকাণ্ড অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।

শাহ মোয়াজ্জেম বলেন, মূল প্রোগ্রাম বানচাল করতেই এটা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ সময়:২০৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।