রাজশাহী: রাজশাহী মহানগরের কেশবপুর বাইপাস থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-৫ সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
রাজশাহী র্যাব-৫’র কম্পানি কমান্ডার ও মিডিয়া বিভাগের প্রধান মীর্জা গোলাম সারোয়ার বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব সদস্যরা কেশবপুর এলাকায় অভিযান চালায়। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বাজারের পাশের জঙ্গলে ককটেলগুলো রেখে পালিয়ে যায়। পরে র্যাব সেখান থেকে একটি চটের বস্তায় রাখা ৮টি ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫