ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

জেলা সভাপতি-সম্পাদককে পদত্যাগের আল্টিমেটাম‌ মন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
জেলা সভাপতি-সম্পাদককে পদত্যাগের আল্টিমেটাম‌ মন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: ৭২ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদত্যাগ করে দলের কর্তৃত্ব মেনে নিতে আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যবে সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদকে এ আহ্বান জানান মন্ত্রী।



সম্প্রতি মন্ত্রী ভারত থেকে নেহেরু সাম্য সম্মাননা-২০১৪ ও আচার্য দিনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।  

মন্ত্রী বলেন, জেলা আওয়ামী লীগ আমাদের সঙ্গে রয়েছে। তোমাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের সময় দেওয়া হল। এর মধ্যে আত্মসমর্পণ না করলে রাস্তাঘাটে যেখানে পাওয়া যাবে তোমাদের সেখানে অপদস্ত করা হবে। আওয়ামী লীগের নাম বিক্রি করে তোমাদের রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, গোপালগঞ্জের পরে মৌলভীবাজার আওয়ামী লীগের ঘাঁটি। এখানে কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে এবং পদ-পদবী ব্যবহার করে সুবিধা আদায়ের দিন শেষ হয়ে গেছে।

এ সময় তিনি আব্দুস শহিদকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে প্রতিহত করা হবে উল্লেখ করে আগামী মাসের মধ্যেই জেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে বলে ঘোষণা দেন।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মশুদ আহমদের পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার আহমদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়াম্যান বাবু রনধীর দেব, রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খাঁন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কামরুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া আহমদ, তরুণ লীগের সভাপতি মো. আব্দুল বাছিত প্রমুখ।

স্থানীয় দলীয় সূত্র জানায়, মন্ত্রীর সঙ্গে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদের। এছাড়া সাধারণ সম্পাদক নেছার আহমদও সভাপতির অনুসারী। তাই মহসিন আলী জেলা আওয়ামী লীগে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।