ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধ তুলে নিলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
হরতাল-অবরোধ তুলে নিলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধ তুলে নিলেই সিটি করপোরেশনের নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ হবে বলে মন্তব্য করেছেন আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।



চলমান রাজনীতি নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী।

সভায় সুরঞ্জিত বলেন, সিটি নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য বিএনপির বুদ্ধিজীবীরা নির্বাচন কমিশনে যাবেন। নির্বাচন কমিশনে না গিয়ে জনতার কমিশনে যান। বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে যান। কেননা হরতাল-অবরোধ অব্যাহত রেখে লেভেল প্লেয়িং ফিল্ড হয় না।

ককটেল-পেট্রোল বোমা মেরে বৈষম্য সৃষ্টি করেছেন। এর দায় আপনাদেরকেই নিতে হবে। আড়াই মাসের তাণ্ডবে নিরীহ মানুষ প্রাণ দিল, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলো। এর দায় ২০ দলকে এককভাবে নিতে হবে। হরতাল-অবরোধ ও পেট্রোল-বোমা থেকে সরে আসতে হবে। তাহলেই লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।

সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আ’লীগ নেতা আব্দুল হাই কানু, রেজাউল করিম এবং সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।