সিলেট: মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একইসঙ্গে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে কর্মসূচি হাতে নিয়েছে বিএনপিও।
বুধবার (২৫ মার্চ) আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্র বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছে।
কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর সুরমা নদীর তীরে ক্বিন ব্রিজ সংলগ্ন এলাকায় আলোচনা সভা করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ান এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, সভা শেষে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা অংশ নেবেন।
এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকতে সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অনুরোধ জানিয়েছেন।
এদিকে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (২৬শে মার্চ) বিকেল ৩টায় দিবসটি উপলক্ষে নগরের জিন্দাবাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর বিএনপির সদস্য আজমল বখত সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচি সফলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫