ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় ছাত্রলীগের মানববন্ধন

স্টাফ করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
খুলনায় ছাত্রলীগের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সরকারি আযম খান কর্মাস কলেজের ছাত্রলীগ নেতা ইমরানের ওপর বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।

বুধবার (২৫ র্মাচ) বেলা সাড়ে ১১ টায় নগরীর পিটিআই মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু।

মহানগর ছাত্রলীগ নেতা ইমরানের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাসেল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ শামীম, সোনাডাঙ্গা থানা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঢালী, শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম মোল্লা, ছাত্রলীগ নেতা এরশাদুজ্জামান ডলার ও গোপাল চন্দ্র সাহা প্রমুখ।

রোববার (২২ র্মাচ) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পিটিআই মোড়ে র্দুবৃত্তদের ছোড়া বোমায় কর্মাস কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমরান আহত হন।  

বাংলাদশে সময়: ১৩৪৩ ঘণ্টা, র্মাচ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।