ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যাতে নতুন করে কেউ এ অবস্থার  অবনতি ঘটাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।



বুধবার (২৫ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এসব কথা বলেন।
 
তিনি বলেন, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে না।  

‘নির্বাচনে যাতে কেউ পেশীশক্তির ব্যবহার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে,’ যোগ করেন আমু।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সহিংসতার আশঙ্কা নেই। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

আলোচনা প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য যাতে মায়ানমার কিংবা ভারত সীমান্ত দিয়ে দেশে না আসে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘এবিষয়ে বিএসএফ এবং মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বৈঠকে হয়েছে,’ বলেন তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী তোফেয়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫/আপডেট: ১৫২৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।