কুষ্টিয়া: সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিক বা দলীয়ভাবে করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
তিনি বলেন, নাশকতা-সন্ত্রাসী কর্মকাণ্ড সমাজের একটি ক্ষুদ্র অংশ করে থাকে।
বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের কোর্টপাড়ার আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসায় বেগম ফজিলাতুন্নেসা মুজিব একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় অনেকের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী সম্পর্কে হানিফ বলেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় নির্বাচন, এই নির্বাচন রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে করার সুযোগ নেই। তবে রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে সমর্থন করার সুযোগ আছে। এই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, কোন দল কাকে সমর্থন দিচ্ছে বা দিচ্ছে না এটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে নির্বাচনে সবার অংশগ্রহণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা। এটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫