ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিকভাবে করার সুযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিকভাবে করার সুযোগ নেই ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কুষ্টিয়া: সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিক বা দলীয়ভাবে করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।

তিনি বলেন, নাশকতা-সন্ত্রাসী কর্মকাণ্ড সমাজের একটি ক্ষুদ্র অংশ করে থাকে।

এরা সন্ত্রাসী। সিটি কর্পোরেশন নির্বাচনে যারা সুনির্দিষ্ট অভিযোগে বা সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত তারা প্রার্থী হতে পারবেন না। তবে যারা দণ্ডপ্রাপ্ত নন তারা প্রার্থী হতে পারবেন। জনগণ যদি তাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে কিছু বলার নেই। কারণ এটি তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনিই নির্বাচিত হবেন। জনগণই বিচার বিশ্লেষণ করবেন যে তারা ভালো মানুষ না খারাপ মানুষকে নির্বাচিত করবেন। এটি তাদের এখতিয়ার, আমাদের নয়।

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের কোর্টপাড়ার আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসায় বেগম ফজিলাতুন্নেসা মুজিব একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় অনেকের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী সম্পর্কে হানিফ বলেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় নির্বাচন, এই নির্বাচন রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে করার সুযোগ নেই। তবে রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে সমর্থন করার সুযোগ আছে। এই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, কোন দল কাকে সমর্থন দিচ্ছে বা দিচ্ছে না এটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে নির্বাচনে সবার অংশগ্রহণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা। এটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।