ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রপতির ২১ আমন্ত্রণপত্র খালেদার কার্যালয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
রাষ্ট্রপতির ২১ আমন্ত্রণপত্র খালেদার কার্যালয়ে ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির ২১ শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে আমন্ত্রণপত্রগুলো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।



বঙ্গভবনের প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এসব আমন্ত্রণপত্র নিয়ে আসেন আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম বাবু নামে দুই ব্যক্তি।

রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগে থেকে আমন্ত্রণপত্রটি ‘দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নয়া পল্টন, ঢাকা’ ঠিকানায় ইস্যু করা হয়েছে।

তবে বর্তমান ঠিকানা হিসাবে লেখা হয়েছে বিএনপির গুলশান কার্যালয়।

বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।