ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে সমন দিয়ে ঢাকা মহানগর প্রথম ঋণ আদালত থেকে পাঠানো চারটি চিঠি ফেরত দেওয়া হয়েছে।
ড্যান্ডি ডায়িং ঋণখেলাপি মামলার বিবাদী আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় তার মা খালেদা এবং কোকোর স্ত্রী ও দুই মেয়ে এ মামলায় বিবাদীভূক্ত হয়েছেন গত ১৬ মার্চ।
বুধবার (২৫ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে চিঠিগুলো গুলশান কার্যালয়ে নিয়ে আসেন গুলশান-১ পোস্ট অফিসের পোস্টম্যান মো. আকবর। তার কাছ থেকে খালেদা জিয়া, শর্মিলা রহমান সিঁথি, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের নামে আসা চিঠি চারটি গ্রহণ করে কার্যালয়ের ভেতরে নিয়ে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস উইংয়ের একজন কর্মকর্তা।
এর কিছুক্ষণ পরে চিঠিগুলো আবার পোস্টম্যান আকবরের কাছে ফেরত দেওয়া হয়।
আগামী ১২ এপ্রিল ড্যান্ডি ডাইং মামলায় হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু (বিচার্য বিষয়) গঠনের দিন ধার্য রয়েছে। সেদিনই হাজির হতে হবে খালেদাসহ চারজনকে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫