ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহ জেলা আ.লীগের সম্মেলনে ভাঙচুর, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
ঝিনাইদহ জেলা আ.লীগের সম্মেলনে ভাঙচুর, আহত ৫

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ওই স্কুল মাঠে এ ভাঙচুরের ঘটনা ঘটে।



জানা গেছে, দুপুরে সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপুর সমর্থকরা সম্মেলনে গিয়ে চেয়ারে বসতে গেলে তাদের সঙ্গে প্রতিপক্ষদের বাক-বিতণ্ডা  হয়। একপযার্য়ে তা সংঘর্ষে রুপ নেয়।

এ সময় দু’পক্ষের নেতাকর্মীরা একে অন্যের প্রতি চেয়ার ছোড়েন। এতে ঝিনাইদহ সদর উপজেলার গয়াশপুর গ্রামের বাবুল ও শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামের কৃষ্ণপদসহ কমপক্ষে পাঁচ/ছয় জন নেতাকর্মী কম বেশি আহত হন। এ ঘটনার সময় কয়েকটি চেয়ারও ভাঙচুর করা হয়।

একপর্যায়ে জেলা নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সাবেক এমপি অপুর সমর্থকরা ক্ষোভে সম্মেলন স্থান ছেড়ে আজাদ রেস্ট হাউসের সামনে অবস্থান নেন।

দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করলে পরিস্থিতি শান্ত হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও প্রধান বক্তা হিসেবে দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি উপস্থিত আছেন।

দশ বছর পর উৎসব মুখর ও চারিদিকে সাজ সাজ পরিবেশের মধ্য দিয়ে বুধবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাঙ্খিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সংগঠনের গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর পর জেলা সম্মেলন হওয়ার কথা থাকলেও গত দশ বছর ধরে নানা কারণে কাউন্সিল হয়নি।

কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ১৫ দিন আগে থেকেই উৎসবের আমেজ চলে আসছে। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন আর বিল বোর্ডে ছেয়ে গেছে শহর।

ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠটি দুপুর না হতেই কানায় কানায় ভরে যায়। ফলে গ্রাম থেকে আসা নেতাকর্মীরা জায়গা না পেয়ে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।