ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিরাপত্তাজনিত কারণেই এবার সাভারের সম্মিলিত প্রয়াসে যাবেন না বলে জানান বিএনপি নেতারা।
তবে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় তার কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
বুধবার (২৫ মার্চ) বিএনপি দলীয় সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
৩ জানুয়ারি রাত থেকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। ৫ জানুয়ারি জোটের সমাবেশ কর্মসূচিতে যোগ দিতে না পেরে একবারের জন্যেও সেখান থেকে বের হননি তিনি।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহকেও শেষ বিদায় জানিয়েছেন এখান থেকেই। কোকোর কুলখানি এখনও না হলেও তার আত্মার মাগফেরাত কামনায় মিলাদও হয়েছে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে।
এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি খালেদা।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দলটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫