ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে গেছেন বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠনের একটি প্রতিনিধি দল।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে ইসি সচিবালয়ে যান তারা।



প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ।

প্রতিনিধি দলে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি প্রমুখ।

প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করবে।

এর আগে গত ২০ মার্চ খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে ড. এমাজউদ্দিন আহমদ বিএনপি চেয়ারপারসনের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। তাই আসন্ন সিটি নির্বাচনে বিএনপির ইতিবাচক ভূমিকা থাকবে। কিন্তু এরপরও ২০ দলীয় জোটের র্শীষ নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

সূত্র বলছে, সরাসরি বিএনপির পক্ষ না নিয়ে দলটি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। তবে নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের যে বিষয়গুলো আছে,  সে সবই কমিশনের কাছে তুলে ধরবে প্রতিনিধি দল।

হঠাৎ করে তিন সিটি নির্বাচনের তফসিল দেওয়ার কারণ, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের নামে মামলা, গ্রেফতার-হয়রানি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কমিশনের করণীয় সম্পর্কে তারা কথা বলবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।