ঢাকা: কারাগার থেকে নির্বাচনে অংশগ্রহণ করলে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না অন্য মেয়র প্রার্থীদের মতো সমান সুযোগ পাবেন না বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে মান্নার মুক্তি ও মনোনয়নপত্র দাখিলের সময় দু’দিন বৃদ্ধিরও দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘স্বাধীনতার চেতনা : গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
নাগরিক ঐক্য ঢাকা মহানগরের (উত্তর) আহবায়ক শহীদুল্লাহ কায়সার সভায় বলেন, মান্না অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। সুষ্ঠু নির্বাচন হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না।
তিনি বলেন, নির্বাচন করতে হলে অন্য সব মেয়র প্রার্থীকে যে সুযোগ দেওয়া হবে, মান্নাকেও সে সুযোগ দিতে হবে। নির্বাচন নিরপেক্ষ করতে হলে মান্নাকে মুক্তি দিতে হবে।
শহীদুল্লাহ বলেন, আগামী চারদিন সরকারি ছুটি। এর মধ্যে কারাগারে গিয়ে মনোনয়নপত্রে মান্নার স্বাক্ষর নিয়ে তা জমা দেওয়া সম্ভব নয়। তাই মনোনয়নপত্র দাখিলের সময় আরও দুই দিন বৃদ্ধি করতে পারে নির্বাচন কমিশন।
নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক অভিযোগ করে বলেন, নির্বাচন শুরুর আগেই একটি বিশেষ দলের সমর্থকরা নির্বাচনী বিধি ভঙ্গ করে শক্তির মহড়া দিচ্ছেন।
নির্বাচন সুষ্ঠু হবে কি-না সংশয় রয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও মান্না সমান সুযোগ না পেলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, নির্বাচনে সবার সমান সুযোগ পাওয়ার অধিকার আছে। নির্বাচনকে নিরাপদ করতে হলে মান্নাসহ সবাইকে সমান সুযোগ দিতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, যে নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না, সে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের একটি অংশে দলীয় প্রার্থীকে জেতাতে সরকার ষড়যন্ত্র করে মান্নাকে জেলে আটকে রেখেছে। নির্বাচনে জনসংযোগ চালাতে মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি দেওয়ার আহবান জানান তিনি।
ড. জাফরুল্লাহ বলেন, বিতর্কের উর্ধ্বে থাকতে হলে নির্বাচন কমিশনকেই মান্নাকে মুক্ত করার উদ্যোগ নিতে হবে।
মান্নাকে বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, মান্নাকে ষড়যন্ত্র করে আটক করেছে
সরকার। নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে তাকে মুক্তি দিতে হবে।
সভায় সভাপতিত্বে করেন নাগরিক ঐক্যের সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫