ঢাকা: ডিসিসি উত্তরে মেয়র পদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও দক্ষিণে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেলে স্ব-স্ব রির্টানিং অফিসারের কার্যলয় থেকে বিএনপির এই দুই নেতার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
মিন্টুর পক্ষে মনোনয়ন উত্তোলন করছেন তার ছেলে তাফসীর আউয়াল ও সালামের মনোনয়ন ফরম উত্তোলণ করেন বিএনপিকর্মী ফখরুল ইসলাম সেলিম।
তাফসীর আউয়াল মনোনয়ন ফরম তোলার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, তার বাবা বিএনপির সমর্থন নিয়েই নির্বাচন করবেন। আগামী রোববার(২৯ মার্চ) আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ বিষয়টি স্পষ্ট ছিলনা। সে অবস্থায় সম্ভাব্য এই দুই প্রার্থীর মনোনয়ন ফরম তোলাকে ইতিবাচক মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া ডিসিসি উত্তরে মেয়র পদে বিকল্প ধারার মহাসচিব মাহী বি চৌধুরীর পক্ষে সাইফুর রহমান শোভন মনোনয়ন গ্রহণ করেন। অন্যদিকে বিএনপি ঘরানার শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া ডিসিসি দক্ষিণে মনোনয়ন ফরম তুলেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫