ঝিনাইদহ: বিএনপি ভাঙতে শুরু করেছে, অল্প দিনেই টুকরো টুকরো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, বিএনপির পতনের ধ্বনি খালেদা জিয়ার কানে পৌঁছাচ্ছে না। জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তিনি ৫ জানুয়ারির নির্বাচনে আসেননি। নিজেই অপরাধ করে এখন আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে চান।
তিনি বলেন, বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে, সবই করেছে আওয়ামী লীগ। তাই দেশকে সোনার বাংলায় পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া মানুষ পুড়িয়ে সন্ত্রাস করে ক্ষমতা দখল করতে চান। যে কারণে তিনি বিশ্বের কাছে সন্ত্রাস ও জঙ্গি নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন।
হানিফ অভিযোগ করেন, খালেদা জিয়া জনগণের কথা ভাবেন না। তিনি হত্যা, অবরোধ ও মানুষ পুড়িয়ে নিজেকে মামলার হাত থেকে বাঁচাতে চান, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সদস্য অ্যাড. সুবাস বোস, সাবেক মন্ত্রী মন্নুজান সুফিয়ান, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শেখর, কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, মহেশপুরের সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান।
এদিকে সম্মেলনের আগে দুপুরে সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপুর সমর্থকরা চেয়ারে বসতে গেলে প্রতিপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপযার্য়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ঝিনাইদহ সদর উপজেলার গয়াশপুর গ্রামের বাবুল ও শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামের কৃষ্ণপদসহ কমপক্ষে ৫/৬ নেতাকর্মী আহত হন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫