ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় ছয় শিবির কর্মীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
সাতক্ষীরায় ছয় শিবির কর্মীর কারাদণ্ড

সাতক্ষীরা: সাতক্ষীরায় জলসিঁড়ি নামে একটি সংস্থার কার্যক্রম পরিচালনার নাম করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল এমন অভিযোগে ছয় শিবির কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।



সাজাপ্রাপ্তরা হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার শেখ নুরুজ্জামান, মুরশিদ আলম, নুর আলী, মাসুদ রানা, রবিউল ইসলাম ও আবুল হোসেন।

এদের মধ্যে প্রথম তিনজনকে একমাস ও পরের তিনজনকে এক সপ্তাহ করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শহরের পলাশপোল এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হামিদের মালিকানাধীন রাবেয়া হামিদ ভিলায় জলসিঁড়ি নামে একটি প্রতিষ্ঠান খুলে সংঘটিত হচ্ছিল শিবির কর্মীরা।

বুধবার সেখানে বৈঠক করে নাশকতা সৃষ্টির পরিকল্পনাকালে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জিহাদী বইও উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।